Sat. Mar 28th, 2020

সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানের মতো সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তৈরি পোশাক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ কারখানা বন্ধ রাখতে সদস্যদের অনুরোধ করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগের দিন আরেক সংগঠন বিকেএমইএও একইভাবে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। এর ফলে দেশের সব পোশাক কারখানা আপাতত বন্ধ থাকবে। তবে মাস্ক এবং পিপিপি তৈরির কাজ করছে এরকম কারখানাগুলো খোলা থাকবে।

কারখানা কত দিনের জন্য ছুটি থাকবে তার দিক নির্দেশনা সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া যায়নি।