Sat. Mar 28th, 2020

চাঁদপুরে নৌ-দূর্ঘটনায় নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

1 min read
চাঁদপুরে নৌ-দূর্ঘটনায় নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

চাঁদপুরে নৌ-দূর্ঘটনায় নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে যাত্রীবাহী ময়ূর-৭ লঞ্চের নিচে স্পিডবোট তলিয়ে যাওয়া নিখোঁজ জাহাঙ্গীর মাজির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার সকালে মেঘনা মোহনা এলাকায় ভাসমান ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশকে হস্তান্তর করে। নিহত জাহাঙ্গির ভোলা জেলার ইলিশা গ্রামের মুনাফ মাজির ছেলে।

জাহাঙ্গিরের বড় ভাই আলাউদ্দিন জানান, আমার ভাই ইলিশা এলাকায় স্পিডবোট চালাতো। সে আমাদের এক আত্মীয়কে নেয়ার জন্য মঙ্গলবার বিকেলে চাঁদপুরে আসে। সে স্পিডবোট ময়ূর-৭ লঞ্চের পিছনে বেধে রাখে। ওই সময় লঞ্চ পিছনে ধাক্কাদিলে ঘটনাস্থলে সে তলিয়ে যায়।

চাঁদপুর নৌ থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, চাঁদপুর লঞ্চঘাট থেকে ময়ূর-৭ লঞ্চ ঢাকা যাওয়ার সময় পিছনে ধাক্কা খেয়ে স্পিডবোটের নিচে তলিয়ে যায় জাহাঙ্গীর। ওই সময় তাকে উদ্ধার করা না গেলেও স্পিডবোটে থাকা জাহাঙ্গিরের ভাতিজা আরিফকে নদী থেকে উদ্ধার করে নৌ পুলিশ। বুধবার সকালে জাহাঙ্গিরের মস্তকবিহীন খন্ডিত মরদেহ ভাসমান অবস্থায় নৌ পুলিশ ও ফায়াস সার্ভিসের টিম উদ্ধার করে।

তিনি আরো জানান এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেনা এমনটাই জানিয়েছেন নিহতের স্বজনরা । আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।