Sat. Aug 8th, 2020

গোপালগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৫৯

গোপালগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৫৯

গোপালগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৫৯

মোহাম্মদ মাহমুদ কবির আলী, গোপালগঞ্জ প্রতিনিধি : ঈদের দিন অর্থাৎ গতকাল শনিবার গোপালগঞ্জ থেকে করোনা ভাইরাসের কোন নমুনা পরীক্ষার জন্য ফরিদপুরস্থ ল্যাবে পাঠানে হয় নাই। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ চৌধুরী। তবে আজ রোববার মোট ৪৬ টি নমুনা পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে।

জেলায় মোট ১৬৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১১৫২ জন সুস্থ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকীরা জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন অফিসের এমও ডা. সাকিবুর রহমান জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ যাবৎ জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে সদর উপজেলায়। সদর উপজেলায় ৫৮০ জন আক্রান্ত হয়েছে যার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।